নিজস্ব প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি মহব্বতের রশিদ পাটওয়ারী , সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন পাটওয়ারী নির্বাচিত হয়েছেন।
শনিবার ০২ আগস্ট লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী উচ্চ বিদ্যালয়ে দিনভর অনুষ্ঠিত কাউন্সিল পর্যবেক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম – মহাসচিব বিএনপি ও জেলা বিএনপির আহবায়ক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন সাবু, সদস্য সচিব লক্ষ্মীপুর জেলা বিএনপি, অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব সি.যুগ্ম আহবায়ক জেলা বিএনপি,
অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ-সভাপতি জাতীয় ফুটবল ফেডারেশন ও সভাপতি লক্ষ্মীপুর জেলা ফুটবল ফেডারেশন , সদর পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, শাহ মো: এমরান সিনিয়র যুগ্ম আহবায়ক সদর পূর্ব বিএনপি, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
প্রধান অতিথি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই যোদ্ধা শুধু শাহবাগে ছিলোনা সারাদেশেই ছিলো। জুলাই আন্দোলনের পর ছাএরা দল গঠন করে রাজনীতি করবে এটা আমরা ভাবিনি।
আমরা যারা রাজনীতি করি আমাদের সকলের মধ্যমনি হয়ে থাকতে পারতো ছাএরা, কিন্তু তা হয়নি। আমরা সবাই এক হয়ে হাসিনা ‘র বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সবাই এক হয়ে দেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে আমাদের সকল নেতা- কর্মীরা অত্যাচারিত। এখন সময় চুড়ান্ত এসেছে নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে এ জনপদকে গড়তে হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণও বক্তব্য রাখেন।
প্রতিনিধি নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিডিয়ার সাথে,
সভাপতি পদে বিজয়ী প্রার্থী মহব্বতের রশিদ পাটওয়ারী বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য লাহারকান্দি বিএনপি ও সকল ভোটারদের ধন্যবাদ জানাই।
আমি স্থানীয় বিএনপিকে শক্তিশালী করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে বিজয়ী করার জন্য কাজ করে যাবো। আমরা এক, আমাদের লক্ষ্য একটাই জাতীয় নির্বাচন।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী গিয়াস উদ্দিন বলেন, ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবো। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে জাতীয় নির্বাচনে বিজয়ী করার জন্য কাজ করবো।
বিজয়ী সাংগঠনিক সম্পাদক .জহির উদ্দিন পাটওয়ারী , নেতা কর্মীরা নেতা নির্বাচনে ভুল করেনি। আমার ত্যাগকে মূল্যায়ন করেছে আমাকে বিজয়ী করেছে। আমি আমার এ বিজয় লাহারকান্দি ইউনিয়নের সকল নেতাকর্মীর জন্য উৎসর্গ করলাম।
এই কাউন্সিলে তিনটি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন এবং ৪৪০ জন ভোটার তাদের ভোট প্রধান করেন।
মো:হারুন চেয়ারম্যানের তত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণা করেন মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।
কাউন্সিলে মহব্বতের রশিদ পাটওয়ারী (কাপ- পিরিচ) প্রতীক নিয়ে ৩৭৬ ভোট পেয়ে সভাপতি, সাধারণ সম্পাদক পদে (দোয়াত -কলম প্রতীকে ২১২ ভোট পেয়ে মো: গিয়াস উদ্দিন এবং ইন্জ. সাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক পদে জহির উদ্দিন পাটওয়ারী (ফুটবল) প্রতীক নিয়ে ২১১ভোট পেয়ে নির্বাচিত হন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুর রহিম ভূইয়া, সাধারণ সম্পাদক ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন।