নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা বিএনপির আওতাধীন আট ইউনিয়নের নব-নির্বাচিত প্রতিনিধিদের সাথে নির্বাচনত্তোর মতবিনিময় সভা করেছে চন্দ্রগঞ্জ থানা বিএনপি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মান্দারী জিল্লুর রহিম কলেজের হল রুমে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার।
সভায় সদ্য সম্পন্ন হওয় কাউন্সিল নির্নবাচনে নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন, এছাড়াও বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে প্রার্থী হয়েও নির্বাচিত হয়নি তারাও উপস্থিত ছিলেন।
সকল প্রার্থী যেন ইউনিয়ন পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দলীয় কর্মযজ্ঞ পরিচালনা করেন সে উদ্দেশ্য নিয়েই এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত নির্বাচিত ও অনির্বাচিত সবাই নিজেদের মতামত ব্যক্ত করেন। দলীয় এ নির্বাচনের বিভিন্ন ভালো দিক ও মন্দ দিকগুলো তুলে ধরে থানা নেতাদের কাছে প্রতিকার দাবি করেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম- মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক, তিনি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন গত দু’ মাস আপনারা সবাই একএিত হয়ে চন্দ্রগঞ্জ থানার ৮ টি ইউনিয়নে বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষ করেছেন। নির্বাচন করতে গিয়ে ছোট -খাটো ভুলত্রুটি হতে পারে সেগুলো মনে না রেখে ভালো দিকগুলো নিয়ে এগিয়ে যেতে হবে।
ইউনিয়ন পর্যায়ে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করতে হবে সবার সাথে পরামর্শ করে, কোন স্বজন প্রীতি যেন না হয়। ত্যাগিরা যেন মূল্যায়িত হয়।
প্রধান অতিথি অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ বলেন, আমরা সবাই ভাই, ভাই। আমরা একসঙ্গে জাতীয়তাবাদী পরিবারের সদস্য। আপনাদের সাথে নিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন শেষ করেছি। সফলতা আপনাদের, ব্যর্থতা আমাদের। ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির একটা খচড়া আপনারা যারা নির্বাচিত হয়েছেন তারা করুন, এরপর আপনাদের সাথে আমরা দায়িত্বশীল যারা আছি একসঙ্গে বসে চূড়ান্ত তালিকা করবো।
তিনি আরও বলেন, আমি আপনাদের প্রতি উদাত্ত আহবান জানাই সকল ভেদাভেদ ভুলে পূর্বের ন্যায় একসঙ্গে দলীয় কাজ করুন।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ‘র সঞ্চালায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, সভাপতি, জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখা ও জেলা বিএনপির সদস্য, বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখা, গোলাম সারওয়ার, যুগ্ম আহবায়ক চন্দ্রগঞ্জ থানা বিএনপি, এম ইউসুফ ভূইয়া, যুগ্ম আহবায়ক চন্দ্রগঞ্জ থানা বিএনপি, অ্যাডভোকেট সোহেল মাহমুদ, যুগ্ম আহবায়ক চন্দ্রগঞ্জ থানা বিএনপি, শরীফ উদ্দিন পাটওয়ারী, যুগ্ন আহবায়ক, চন্দ্রগঞ্জ থানা বিএনপি।
আবুল কালাম আজাদ মুন্সি, যুগ্ন আহবায়ক শারীরিক অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকা আছেন বিধায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।
অনুষ্ঠান চলাকালীন সার্বিক সহযোগিতা করেন মান্দারী ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সাহাদাত হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।