নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: খোরশেদ আলম(বি এ বি এড), আ,ন,ম রহমত উল্যা,আলী আহম্মদ, শফিকুল ইসলাম চারজন শিক্ষকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
রাজাপুর উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র -ছাএী পরিষদের আয়োজনে সোমবার সকাল ১০:০০ টায় রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
সিনিয়র শিক্ষক মো : খোরশেদ আলম(বি এ বি এড) এর বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপস্থিত শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও আগত অতিথিগন বিদায় শিক্ষকের বিগত ৩৯ বছরের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে আবেগ প্রবন হয়ে পড়ে। স্কুলের অবকাঠামোগত উন্নয়ন ও স্কুলের শিক্ষার মানউন্নয়নে ওনার অবদানের কথাও স্বীকার করেন।
মিডিয়ার সাথে আলাপ কালে বিদায়ী শিক্ষক মো : খোরশেদ আলম(বি এ বি এড) বলেন, দীর্ঘ ৩৯ বছরের কর্ম জীবন শেষে আজ বিদায় নিচ্ছি। মন খারাপ হলেও প্রশাসনিক নিয়ম ও প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে, এতে আমার কোন দুঃখ কষ্ট নেই।
আমার দায়িত্বকালীন সময়ে চেষ্টা করেছি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য, কতটুকু পেরেছি জানিনা। আমি বিদ্যালয়ের উন্নতি কামনা করি সবসময়।
মো: ইব্রাহিম খলিল (রনি) ‘ র সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক ওয়ায়েদ হক স্বপন এর সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং দীঘলী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, স্কুল প্রতিষ্ঠাতা সদস্য মোঃ গোলাম সারওয়ার, প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, স্কুলের সাবেক শিক্ষক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুররহমান, ১৩ নং দীঘলী ইউনিয়ন বিএনপি ‘র সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, মো : ফজলে এলাহী আর্জু।
প্রাক্তন ছাত্র -ছাএী ফোরামের আহবায়ক মোশারেফ হোসেন সুমন ও সদস্য সচিব জসিম উদ্দিন, সদস্য আবদুর রহিম সিয়াম, জমির আলী, মোরশেদ আলম, এস,এম, ইমরান শাহেদ, ডা.শরিফ হোসেনের নেতৃত্বে ফুল সজ্জিত গাড়িতে চড়িয়ে বিদায়ী সিনিয়র শিক্ষক মো: খোরশেদ আলম (বি এ বি এড) কে ওনার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।