নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ।
বুধবার (১৬ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা পৃথকভাবে মিছিল নিয়ে আফজাল রোড এলাকায় একত্রিত হন। সেখানে একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিলটি চন্দ্রগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আফজাল রোডে এসে শেষ হয়।
পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন ভূমিকা রেখে চলেছেন। তাকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণই এর যোগ্য জবাব দেবে।”
তারা অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন বলেন, তারেক রহমানকে নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের নেপথ্যে যারা রয়েছে, তারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। চক্রান্তকারীদের প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ বলেন, গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারে আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই এবং এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা সবাই একই সুরে ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।