নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীতে শুরু হয়েছে মাসব্যাপী দেশীয় শিল্প ও পন্য মেলা।
রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।
এসময় এম বেল্লাল হোসেন বলেন, মেলা আমাদের দেশীয় সংস্কৃতির একটা অংশ। মেলা আয়োজনের ফলে এখানে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসবে, সংস্কৃতির আদান -প্রদান হবে। স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক ও ব্যবসায়ীক গতি বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, আমাদের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,স্থানীয় জনসাধারণ সবার অংশগ্রহণে মাসব্যাপী সুন্দর একটা আয়োজন দেখবো আমরা।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় মেলার অনুমতি দিয়েছেন।
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক পরামর্শে মেলা ও স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ সজাগ আছে।
পাশাপাশি যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের অতিরিক্ত ফোর্সও প্রস্তুত আছে,
তিনি আরও বলেন, মেলা আমাদের গ্রামীণ জনপদের ঐতিহ্য আমরা সবাই মিলে এখানে মাসব্যাপী আনন্দ উপভোগ করবো পরিবার ও বাচ্চাদের নিয়ে।
এখানে কোন ধরনের বেআইনি, অশ্লীল কিংবা আমাদের সংস্কৃতির সাথে যায়না এমন কিছুই হবেনা। সুন্দর ও সামাজিক উন্নয়ন মূলক আয়োজন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমাদের স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণকে বলবো মেলার বিরোধিতা না করে আপনারাও আয়োজনে অংশগ্রহণ করুন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছে, প্রচুর জনসমাগম হবে, আশাকরি স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরাও আর্থিক ভাবে লাভবান হবেন।
স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা মেলায় এসেছেন, প্রায় শতাধিক স্টল রয়েছে মেলায়। বৃষ্টির কারেন স্টল গুলোর ডেকোরেশন ও মালামাল সাজাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আয়োজক কমিটি আন্তরিকতার সাথে মেলায় আগত ব্যবসায়ীদের সহযোগিতা করে যাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দারী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সাহাদাত হোসেন বাবলু,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ব্যবসায়ী ও জনসাধারণ।