নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলা ভেঙ্গে প্রস্তাবিত চন্দ্রগঞ্জ উপজেলা গঠনকল্পে গণশুনানি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় বটতলীতে অবস্থিত উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার জামসেদ আলম রানা ‘র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসিল্যান্ড ও ম্যাজিস্ট্রেট অভি দাশ।
এছাড়াও দীর্ঘদিনের প্রত্যাশিত এই দাবীর পক্ষে গণশুনানিতে স্থানীয় পর্যায়ে শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানের শুরুতেই জনমত জানতে চাইলে উপস্থিত জনসাধারণ তাদের মতামত ব্যক্ত করেন। উপজেলা হওয়াটা জরুরি ও প্রয়োজনীয় এ বিষয়ে সবাই একমত পোষণ করলেও স্থান নির্ধারণ নিয়ে তর্ক বির্তক শুরু হয়।
তবে উপস্থিত জনসাধারণ হতে বেশিরভাগ দাবি আসে উপজেলা হেডকোয়ার্টার বটতলীর আশেপাশে ও চন্দ্রবাজার কিংবা চন্দ্রগঞ্জ থানার আশেপাশে স্থান করার দাবিতে।
উপস্থিত মতামত নেওয়ার পাশাপাশি আগামী এক সপ্তাহ লিখিত মতামতও দেওয়া যাবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জামসেদ আলম রানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জনসাধারণকে অধিকতরও নাগরিক সুবিধা দেওয়ার জন্য নতুন উপজেলা গঠনকল্পে গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আপনাদের মতামত শুনেছি, পাশাপাশি রাজনৈতিক মতামত নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে উচ্চ পর্যায়ে সুপারিশ পাঠিয়ে দিব।