নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের দীখলীতে চলাচলের রাস্তায় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৬ জন আহত হাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৮ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১৩ নং দিঘলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সাংকিভাংগা গ্রামের হোসেন আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় শত বছরের বাড়ির চলাচলের রাস্তা দখল করে মৃত আঃ রহমানের ওয়ারিশ আঃ শহিদ ও আঃ জাহের গং স্থাপনা নির্মাণ করতে যায়।
এতে বাধা দিতে গেলে মৃত শফি উল্যার ওয়ারিশ জয়নাল আবেদিন,আনোয়ার হোসেন,দেলোয়ার হোসেনদের উপর দেশীয় অস্র নিয়ে হামলা করে প্রতিপক্ষরা।
এ ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন দেলোয়ার হোসেন ও দেলোয়ারের স্ত্রী শিমা বেগম।
আহত আনোয়ার হোসেন জানান,পূর্ব পুরুষ থেকে এই বাড়িতে চলাচলের একমাত্র রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করতে যায় মৃত আঃ রহমানের ওয়ারিশ আঃশহিদ ও জাহের গংরা। এদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান।
তবুও বাড়ির মানুষের চলাচলের পথ বন্ধ করে তারা স্থাপনা নির্মাণ করতে যায়। এতে বাধা দিতে গেলে আমিসহ আমার ভাইদের ও বাড়ির শিশুদের পিটিয়ে জখম করে তারা। এ বিষয়ে আইনের আশ্রয় নিবে বলে জানিয়েছেন।
আঃ রহমানের ওয়ারিশ আঃশহিদ ও জাহেরগংরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জাগায় স্থাপনা নির্মানের কাজ করছিলাম। তারা এসে আমাদের উপর হামলা করে। আমাদের ২-৩ জনকে আহত করে। যাতায়াতের পথে তাদের জায়গা নাই। তারা মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোসলে উদ্দিন জানান, দেলোয়ারের অভিযোগের ভিত্তিতে বাড়ির রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখতে বলি। তবুও তারা স্থাপনা নির্মাণ করতে গেলে মারামারি হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি পদক্ষেপ চাইলে পুলিশ সহায়তা করবে।