নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে অস্ত্র ও মাদকসহ দুজন গ্রেফতার হয়েছে।
সোমবার (২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন (৩৫) ও রাসেল (২৭) কে গ্রেপ্তার করা হয়।
দুপুরে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওই দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়নপুর এলাকার আঃ রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে বেলজিয়াম সুমন ও চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার নূর মিয়া বেপারী বাড়ির আবদুল খালেকের ছেলে রাসেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বেলজিয়াম সুমনের কাছ থেকে দুই রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি এবং ১০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
অপরদিকে গ্রেফতারকৃত রাসেলের দেওয়া তথ্যনুযায়ী চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পাশাপাশি তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চন্দ্রগঞ্জ থানা এলাকা পুলিশের বিশেষ নজরদরিতে রাখা হয়েছে। তালিকাভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি স্হানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যে কোন অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে।