নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিভক্তির অবসান ঘটিয়ে একত্রে পথচলার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মীর জুমলা মিঠু, ও জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক হানিফ টিটু। এই ঐতিহাসিক ঐক্য এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
জনসাধারণের মতে, এই সমঝোতা সমাজে শান্তি, সহযোগিতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। দুই নেতার এক হওয়ার ঘোষণায় এলাকায় ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
মীর জুমলা মিঠু, বলেন, আমরা অতীতে মতবিরোধের কারণে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তবে এখন উপলব্ধি করছি, বিভক্তি নয়—একতা ও শান্তির মাধ্যমেই সমাজ এগিয়ে যেতে পারে।
হানিফ টিটু বলেন, আমরা চাই আলাইয়ারপুর শান্তির এক দৃষ্টান্ত হোক। মিঠু ভাইয়ের সঙ্গে এই ঐক্য কেবল আমাদের ব্যক্তিগত সম্পর্ক নয়—এটি এলাকার মানুষের জন্য, বিএনপির জন্যও একটি ইতিবাচক বার্তা। ঐক্যের শক্তিই পারে মুক্তির পথ দেখাতে।
দুজনই জানান, ভবিষ্যতে তারা একযোগে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন, মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন এবং সবসময় জনগণের পাশে থাকবেন। একইসঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ঐক্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।