নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে পরিচালিত তিন ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ভাটাগুলো বন্ধ করে দেওয়ার পর চিমনি, ভাটা ও বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ভাটাগুলো বন্ধসহ মালিকদের অর্থদণ্ড করেন। ইউএনও সৈয়দ আমজাদ হোসেন গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের রামগতি উপজেলা টিম সহযোগিতা করেন।
অবৈধ ভাটাগুলো হলো- মেসার্স আমানত ব্রিকস, মেসার্স জে এস ব্রিকস এবং মেসার্স চৌধুরী ব্রিকস। এরমধ্যে আমানত ব্রিকসের মালিক মো. নোমানকে ৩ লাখ টাকা, জে এস ব্রিকসের মো. সারোয়ারকে ২ লাখ ৫০ হাজার টাকা ও চৌধুরী ব্রিকসের মো. আলাউদ্দিনকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ৩ ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চিমনি, ভাটা ও কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার চর আফজল গ্রামে অভিযান চালিয়ে ৪ ইটভাটা বন্ধসহ মালিকদের সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।