নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, অভিজ্ঞ সংগঠক, আলাইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মীর জুমলা মিঠু, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এস এম সামছুল আলম এবং অভিভাবক সদস্য নুর হোসেন মানিক মনোনীত হয়েছেন।
অভিভাবক সদস্য নুর হোসেন মানিক বলেন, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো। শিক্ষার্থীদের নিরাপদ, সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, একটি শিক্ষিত প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়তে পারে। তাই শিক্ষার পরিবেশ উন্নয়নে কোন আপস করা হবে না।
সভাপতি মীর জুমলা মিঠু বলেন, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার একটি গৌরবময় প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। আমরা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমের প্রসারের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক গুণাবলি বিকাশের জন্য আধুনিক শিক্ষাপদ্ধতি চালু করাসহ বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়ন কোনো একক ব্যক্তির কাজ নয়, এটি একটি সম্মিলিত প্রয়াস। তাই সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আসুন, আমরা সবাই মিলে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি।
এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে। অনেকে আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও সুনাম আরও উজ্জ্বল হবে।