বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদের চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ নিউমার্কেটের সামনে ছাত্র শিবির নেতা ইয়াসিন আরাফাত ইমন (ব্যবসায়ী) মোটর সাইকেল পার্কিং করতে গেলে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান ওরফে (লম্বা কাউসসার) এর গায়ে লাগে। তখন সরি বলার পরও ইসলামী ছাত্র শিবির নেতা ইয়াসিন আরাফাত ইমনকে মারধর করে লম্বা কাউসার।
শনিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে৷ এ খবর ছড়িয়ে পড়লে ইসলামী ছাত্র শিবিরের শতশত কর্মীরা ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। স্বতঃস্ফূর্ত এ সমাবেশে ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় ছাত্র শিবির নেতৃবৃন্দ।
প্রায় ১ ঘন্টা ব্যাপি এ অবরোধ চলার কারণে এক কিলোমিটার পর্যন্ত রাস্তায় যানজট লেগে থাকে। পরে পুলিশ ও দলীয় নেতৃবৃন্দ এসে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অবরোধ তুলে নেয়া হয়।
জানাগেছে, ইয়াসিন আরাফাত ইমন, বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড (দক্ষিণ অভিরামপুর গ্রাম) ছাত্র শিবির কর্মী ও স্থানীয় ইসলামী পাঠাগারের দপ্তর সম্পাদক।