বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড (ধন্যপুর) এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। শনিবার বিকালে কামার হাঠ জামে মসজিদের সামনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী এবং লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ড (ধন্যপুর) সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ড (ধন্যপুর) ইউনিয়ন সহ-সেক্রেটারী মুহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ থানার সেক্রেটারী রেজাউল ইসলাম খাঁন সুমন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমির আবদুল হান্নান, সেক্রেটারী মাহফুজুর রহমান, মতিঝিল থানা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ফিরোজ, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল ইসলাম, কামারহাট ঈদগাহ জামে মসজিদ ইউনিট সভাপতি হাফেজ আব্দুল মাজেদ সহেল, জামায়েত নেতা এ্যাড. মো. সামছুল আলমসহ ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে, রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, যেখানে আমরা নিজেদের মধ্যে ত্যাগ ও সহমর্মিতা অনুভব করি। এই মাসে সবার মধ্যে একে অপরকে সাহায্য করার মনোভাব শক্তিশালী হয় এবং এই ধরনের ইফতার মাহফিলগুলো আমাদের সামাজিক সংহতির বার্তা দেয়।”তিনি আরও বলেন, “রমজান আমাদের শিখায় কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, কিভাবে আমাদের ঈমান ও আমলকে শুদ্ধ করতে হয়। রোজা আমাদের সহনশীলতা, আত্ম-নিয়ন্ত্রণ এবং পরোপকারিতার শিক্ষা দেয়।”ড. রেজাউল করিম উপস্থিত সবাইকে রমজানের আশীর্বাদ গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন এই পবিত্র মাসে নিজেদের চরিত্রকে আরও সুন্দর এবং উত্তম করে তুলি, এবং পরস্পরের প্রতি আরও বেশি ভালোবাসা ও সহানুভূতির মনোভাব প্রদর্শন করি।”শহীদ পারভেজ হোসেনসহ জুলাই মাসের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।