মিজানুর রহমান মল্লিক (নিজস্ব প্রতিনিধি) :
চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর ইসলামি একাডেমির ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় পশ্চিম লতিফপুর ইসলামি একাডেমির ক্লাসরুমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক আশিকুর রহমান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবদুল আজিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ সমাজ কল্যান ফাউন্ডেশনের পরিচালক মাওলানা কপিল উদ্দিন, বালুচরা হাসানিয়া আলিম মাদ্রাসার সহ সুপার মাওলানা রহমুতুল্লাহ, এ সময় উপস্থিত ছিলেন সহকারী রফিকুল হায়দার বিলাস,সহাকারী শিক্ষক মাওলানা শেখ ফরিদ প্রমুখ।
শেষে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আবদুল আজিজ।