নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় দুই শিক্ষার্থীসহ ৫ জন আহত হন।রোববার (১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর রামগতি উপজেলার চরআফজাল এলাকার বাসিন্দা। তিনি একটি মামলায় হাজিরা দিতে লক্ষ্মীপুর জেলা আদালতে এসেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রামগতির আলেকজান্ডার থেকে আলমগীরসহ অন্যরা সিএনজিচালিত অটোরিকশায় লক্ষ্মীপুরের দিকে আসছিলেন।
ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমগীর নিহত ও আরও ৫ জন আহত হন।
আলমগীরের স্বজন ফারুক হোসেন বলেন, আদালতে মামলার হাজিরা দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু এর আগেই দুর্ঘটনা ঘটেছে। আর আদালতে হাজিরা দিতে পারেনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত আলমগীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালকে আটকের চেষ্টা চলছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার একে আজাদ বলেন, হাসপাতালে আলমগীরকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।