1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিম্নচাপে মেঘনা উত্তাল, নৌযান চলাচল বন্ধ | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে কফিল উদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের ডাকাত নাছিরের ভাগিনা ৯ মামলার এজাহারভূক্ত আসামী সন্ত্রাসী ইমরান গ্রেফতার। লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে আটক | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশু ছাত্র হত্যার অভিযোগে শিক্ষক আটক | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মুদ্রা উদ্ধার, দেশী টাকা কোটি কোটি, গ্রেপ্তার-২ | দৈনিক সময়ের নুর ডট কম সব জল্পনা-কল্পনার অবসান বেগমগঞ্জের আলাইয়ারপুরে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা মিঠু ও টিটুর চন্দ্রগঞ্জে ল্যান্ডলর্ড ছিদ্দিক হুজুরের পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ ২জন আহত | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে অবৈধ তিন ইটভাটা বন্ধ, ৮ লাখ টাকা জরিমানা | দৈনিক সময়ের নুর ডট কম বেগমগঞ্জের ছয়ানীতে কিশোরকে গুলি করে হত্যা, আটক ৩ | দৈনিক সময়ের নুর ডট কম

চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে কুৎসা রটানোর কারণে মাদরাসাছাত্রী মাইমুনা আক্তারের (১৫) আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় অভিযুক্ত মো. ওমর রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮ টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

রাত ১১টার দিকে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর থেকে ওমর পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

প্রাথমিকভাবে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ওমর লক্ষ্মীপুরের কমলনগর থানায় দায়েরকৃত আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি ও একই উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামের জাকের হোসেনের ছেলে।

নিহত মাইমুনা চরলরেন্স গ্রামের আবুধাবি প্রবাসী মো. মামুনের মেয়ে ও উপজেলার আল আরাফা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, মাদরাসায় যাওয়া-আসার পথে একই এলাকার ওমর বিভিন্ন সময় মাইমুনাকে উত্ত্যক্ত করতো।

ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ওমর আরও ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে মাইমুনাকে নিয়ে ওমর এলাকায় বিভিন্ন কুৎসা রটায়। ২৩ অক্টোবর সকালে মেয়েকে বাসায় রেখে তার মা কেনাকাটার জন্য স্থানীয় করইতলা বাজারে যায়। এরিই মধ্যে সে ঘরে গলায় ফাঁস দেয়। ওমরের কুৎসা রটানোর ঘটনা সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করে।

এর আগে তার মৃত্যুর জন্য ওমরকে দায়ীসহ বিচার দাবি করে চিরকুট লেখে গেছে মাইমুনা। পরে পুলিশ ওই চিরকুটটি উদ্ধার করে। এ ঘটনায় একইদিন ছাত্রীর মা বাদী হয়ে কমলনগর থানায় ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews