নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর উপকূলীয় এলাকায় ৬০০ ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে পূবালী ব্যাংক পিএলসির
উদ্যোগে এ চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উদ্যোক্তারা জানান, রামগতি ও কমলনগরের ১১টি স্থানে ৬০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ফলজ গাছের মধ্যে নারিকেল গাছ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে ।
ব্যাংকটির নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাইনুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করে ।
মাইনুল ইসলাম বলেন, বনায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতা। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসসহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় বনায়নের গুরুত্ব অপরিসীম।