মিজানুর রহমান মল্লিক (নিজস্ব প্রতিনিধি) :
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ‘ক্যাফে মিলন হোটেলে’র স্বত্বাধিকারী শাহ আলমের উপর একদল দুর্বৃত্ত নির্মমভাবে হামলা করেছে।
সোমবার (৪ নভেম্বর) রাতে তিনি তার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে নোয়াখালী সদরের চরমটুয়া ইনিয়নের মহতাপুর এলাকায় তার গ্রামের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটে।
আহত শাহ আলম ও তার স্বজনরা জানান, তিনি তার গ্রামের বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ৮টার সময় চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গাছি বাড়ির দরজায় সিএনজি চালিত অটো রিকসার গতিরোধ করে একদল দুর্বৃত্ত তার উপর হামলা করে তার দু’টি পা’ ভেঙ্গে দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী প্রাইম হসপিটালে ভর্তি করানো হয়েছে।
এ দিকে প্রবীণ এ হোটেল ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে চন্দ্রগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।