নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল পাটওয়ারীর (৪০) মৃত্যুর ঘটনায় চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার(২৭ অক্টোবর) রাতে হুমকি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে মৃত্যুবরণ করেন ইকবাল পাটওয়ারী, যিনি পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা।
ঘটনার পর ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার রামগঞ্জ থানায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন, এবং মানবকণ্ঠের শাখায়াত হোসেনকে আসামি করা হয়।
শারমিন আক্তার অভিযোগ করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত চলছে, এবং এ নিয়ে সাংবাদিকদের সাথে তাঁর স্বামীর বেশ কয়েকবার আলোচনা হয়েছে। সর্বশেষ রোববার দুপুরে সাংবাদিকরা আবার ব্যাংকে এসে তাঁর স্বামীর সাথে তর্কে জড়ান।
অভিযোগে বলা হয়, সংবাদ প্রকাশের হুমকি দিয়ে তাঁরা মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবিকৃত টাকার জন্য চাপ সহ্য করতে না পেরে ইকবাল ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।