দৈনিক সময়ের নুর ডেস্ক :
লতি কচু চাষ, অনেক লাভ জনক চাষ, ঠিক মত পরিচর্যা করতে পারলে খরচের ৩য় গুণ লাভ পাওয়া সম্ভব।
লতি কচু চাষের A to Z পরামর্শ । সাথে আছি আপনাদের ভাই আতিক মোস্তফা।
লতিকচু চাষ পদ্ধতি ও সার ব্যবস্থা :
প্রথম চাষের আগে যে পরিমান গোবর দেওয়া সম্ভব দিতে হবে। সাথে প্রতি শতাংশে ৫০০ গ্রাম জিপসাম দিতে হবে।
১. জমিতে ৪/৫ চাষ দিতে হবে ৷
২. জমি চাষ শেষে সার প্রয়োগ করে জমিতে মই দিতে হবে।
১ শতাংশে সারের পরিমান :-
TSP – ৬০০ গ্রাম।
MOP(পটাশ) – ৬০০ গ্রাম৷
দানাদার কীটনাশক – ৫০/৬০ গ্রাম।
ম্যানসার – ৫ থেকে ৬ গ্রাম।
৩. জমি তৈরি করে ১ থেকে ২ দিন পর চারা রোপন করতে হবে।
চারা রোপনের দূরত্ব :-
চারা থেকে চারা ১৮( ১ হাত) ইঞ্চি এবং সারি থেকে সারি ২৭(১.৫ হাত) ইঞ্চি। চারা ২” ইঞ্চি মাটির নিচে দিতে হবে।
৪. চারা রোপনের পর থেকে ১০ থেকে ১৫ দিন জমিতে পানি রাখতে হবে। ৭ থেকে ১৫ দিনের মাঝে ইউরিয়া সারের সাথে আগাছা নাশক দিতে হবে।
সূত্র : ফেইসবুক থেকে