মো: ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি) :
“ছাএ জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগান নিয়ে সারা দেশে একযোগে উদযাপন হচ্ছে নিরাপদ সড়ক দিবস ২০২৪।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগ চন্দ্রগঞ্জে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি চন্দ্রগঞ্জ বাজারের নিউমার্কেট হতে শুরু হয় চালক ও জনসাধারণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে আফজাল রোড এলাকায় গিয়ে শেষ হয়।
চন্দ্রগঞ্জ থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু সমীর কর্মকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার
হোসেন বাচ্চু বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার প্রয়োজন, চিএ নায়ক ইলিয়াস কাঞ্চন তার প্রিয়জনকে হারিয়ে সামাজিক উদ্যোগ হিসেবে এই কার্যক্রম শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রুপ নিয়েছে।