বিনোদন ডেস্ক :
বরেণ্য সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতযোদ্ধা সুজেয় শ্যাম আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার দিনগত রাত ২.৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম (লিজা) বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সাল থেকে সুজেয় শ্যাম ক্যানসারে ভুগছিলেন এবং গত জুন মাসে তার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। দীর্ঘদিন ধরে শারীরিক অবস্থা খারাপ থাকায় গত ২৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
সুজেয় শ্যামের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গন একজন প্রতিভাবান সুরস্রষ্টা ও সংগ্রামী শিল্পীকে হারাল। স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।