ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) অবমাননা করার প্রতিবাদে শুক্রবার জুমা’র নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদ থেকে শুরু হয়ে চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ নিউমার্কেট সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
এইসময় উপস্থিত বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদের খতিব মাওলানা আশ্রাফ আলী নোমান, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু। চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কালাম কালা মুন্সি।
এইসময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য ধর্ম প্রান মোসলমানের হৃদয়ে আঘাত আনে।
যারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। তা না হলে তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ভারতের মহারাষ্ট্রে সম্প্রতি মহানবী হযরত (সাঃ) কে অবমাননার অভিযোগে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় মুম্বাইয়ের উদ্দেশ্যে লংমার্চের ডাক দিয়ে হাজার হাজার মুসলিম মুম্বাই ঘেরাও করেন। এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মুসলমানদের উদ্যোগে চন্দ্রগঞ্জে এ বিক্ষোভের আয়োজন করা হয়।