নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুরে ‘বীর মুক্তিযোদ্ধা বশির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যেগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২১ সেপ্টম্ব) দুপুর সাড়ে বারটায় ৪ শতাধিক পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে৷
ফাউন্ডেশনের সভাপতি এম এস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়েতের আমির মুক্তিযোদ্ধা এস ইউ এম রুহুল আমিন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি তোফায়েল আহমেদ,জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নূরনবী, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবদুল হান্নান ভুইয়া
থানা জামাতের আমির মোস্তফা মোল্লা, মান্দারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার হামিদ,
থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, মুক্তিযোদ্ধার সন্তান- রাজু আহাম্মদ, আব্বাসউদ্দীন বাবলু, ফয়সাল, বেলাল এবং পশ্চিম লতিফপুর শাখা জামায়াতের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।