নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রুহুল আমিন ভুঁইয়া বলেছেন, ছাত্র-জনতার দুর্বার গণ আন্দোলনে বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ছাত্ররা শহীদ হয়ে আমাদের উপর কিছু দায়িত্ব দিয়ে গেছে, আমরা যদি এই দায়িত্ব পালনে ব্যার্থ হই তাহলে শহীদের রক্তের সাথে গাদ্দারী হবে, শহীদের রক্তের দায় মোচনে আমাদের কে চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর )লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগন্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ কাউছার আহমেদ বিজয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন, দোয়া ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব খথা বলেন। এসময় তিনি আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের পক্ষ থেকে শহীদ কাউছার হোসেন বিজয়ের পিতার নিকট ২ লক্ষ টাকা অনুদান হস্তান্তর করেন।
ইউনিয়ন আমির আলাউদ্দিন আজাদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন চন্দ্রগন্জ থানা জামায়াতের আমির মোস্তফা মোল্লা, শহীদ কাউছার হোসেন বিজয়ের ছোট ভাই এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এর আগে জেলা আমির রুহুল আমিন ভুইঁয়া
বৈষম্য বিরুধী আন্দোলনে শহীদ জামায়াত কর্মী পারবেজ হোসেনের জানাজায় অংশগ্রহণ করেন, এবং জামায়াতের পক্ষ হতে ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।
উল্লেখ্য শহীদ পারভেজ, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগন্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের মো: নবীর ছেলে।
গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন, আজ নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।