নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহহী ইউনিয়নে ঝিনাইদহ ইমাম পরিষদ কর্তৃক বানবাসী প্রায় শতাধিক ইমাম মুয়াজ্জিনদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
উপহার বিতরণের সময় উপস্থিত ইমাম মুয়াজ্জিনদের নিয়ে এক সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়। মোস্তফা মাছুম খানের উপস্থাপনায় এ সময় প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন,খলিফার হাট ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামিম ও ঝিগাতলা জামে মসজিদের খতিব মাওলানা মাছুম বিল্লাহ।
উপস্থিত ছিলেন,উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়ক তরুন রাজনৈতিক ব্যক্তিত্ব তাওসীফ হাসনাইন,ছাত্র নেতা শোয়াইব আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, ঝিনাইদহ ইমাম পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইমাম মুয়াজ্জিনদের কল্যানে কাজ করার পাশাপাশি দেশের দুর্যোগে সবসময়ই দুর্গত মানুষের পাশে ছিল।