বিশেষ প্রতিনিধি:
তুচ্ছ ঘটনার জের ধরে নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নের বম্মপুর গ্রামে ওমান প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় নারী ও শিশু সহ ৮ জন আহত হয়েছে।
জানাযায়, দুই শিশু খেলতে গিয়ে তাদের মধ্যে মারামারি হয় এর সূত্র ধরে গত ১৬ জুলাই প্রকাশ্য দিবালোকে বানিয়া বাড়ির ওমান প্রবাসী আফসার উদ্দিনের বসত ঘরে একই বাড়ির খোরশেদ, মানিক, রফিক, ভুলু, শাহাজাহান, ইউছুফ, জিহাদ, রয়হানের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। এ সময় প্রবাসীর পরিবারের নারী ও শিশু সহ ৮ জন আহত হয়। মারাত্বক আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় সন্ত্রাসীরা প্রবাসীর বসত ঘরের কয়েক লাখ টাকার মালামাল ও নগদ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা সহ সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দেয়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
জনাযায়, ওমান প্রবাসী আফসার উদ্দিনের ক্রয়কৃত জমি বুঝিয়ে না দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছে।
এ হামলা ও লুটপাটের ঘটনায় প্রবাসী আফসারের বড়ভাই জাকির হোসেন বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
নোয়াখালীর সুধারাম মডেল থানায় ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পৃথক অভিযান চালানো হবে।