নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর চাকরির পাশাপাশি গরুর খামার করে সফল ৬ চাকুরীজীবি বন্ধু। এই ৬ জনই প্রতিষ্ঠিত চাকুরিজীবি। এদের মধ্যে দু’জন ব্যারিস্টার, তিনজন ব্যাংকার এবং একজন ইঞ্জিনিয়ার।
২০২১সাল থেকে শুরু করেছেন এ কার্যক্রম। শুরুতে ৪০টা গরু দিয়ে যাত্রা শুরু হয় সিক্স ফার্মার্স বাংলাদেশের।
প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলা শহর থেকে ভোলা-মজুচৌধুরীর হাট সড়কের সাহেব বাজার সড়ক সংলগ্ন, জেলার সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত। সারাদেশে প্রতিষ্ঠানটি গরু ডেলিভারি দিয়ে থাকে।
বর্তমানে এই ইদে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রতিষ্ঠানটির ১০০টি গরু। এদের মধ্যে জাতে শাহীয়াল, সিন্দি এবং দেশীয় গরু রয়েছে।
গরুগুলোর দাম ৮৫ হাজার থেকে ৫লাখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশের প্রচলিত নিয়ম এবং ট্রেন্ড হিসেবে মোটাতাজা এবং বিশাল দেহের গরুর ব্যতিক্রমী নাম রাখার প্রচলণ এখন সারা দেশজুড়ে বিদ্যমান, তাইতো সব থেকে বড়ো গরুটির নাম রাখা হয়েছে সুন্দরি, যার দাম নির্ধারণ করা হয়েছে ৫লাখ টাকা। ক্রেতার হাকাহাকিতে গরুটির দাম এখন পর্যন্ত সাড়ে তিন লাখ পর্যন্ত উঠেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে আরো কিছু দাম উঠলেই ছাড়া হবে এ গরুটি। এছাড়াও সুন্দরির পাশাপাশি রয়েছে আদুরি নামের একটি গরু, যার দাম নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ টাকা।