নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম। বুধবার (৫ জুন) প্রথম কার্যদিবস উপলক্ষে পরিষদ প্রাঙ্গণে নবনির্বাচিত ইউপি সদস্যদের (মেম্বার) নিয়ে জনগণের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহীদ উল্যাহ, লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী বদরুল আলম,বীর মুক্তিযোদ্ধা শেখ মহিউদ্দিন, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।
নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন। তাদেরকে পাশে নিয়েই ইউনিয়নের উন্নয়নে কাজ করবো। প্রতিটি ওয়ার্ডের সমস্যা-সম্ভাবনা স্থানীয়রাই বলতে পারবেন। এজন্য মতবিনিময় সভার আয়োজন করে তাদের কাছ থেকে বিষয়গুলো জানার চেষ্টা করেছি।
প্রসঙ্গত, সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে প্রায় ১৩ বছর পর গত ২৮ এপ্রিল লাহারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত।