নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে যাকাত তহবিল হতে ১ লক্ষ ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে ১০ জন উপকার ভোগীদের মাঝে যাকাতের এ চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদার ও লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহীন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের আওতায় ১০ জন উপকারভোগীকে ১ লক্ষ ১৭ হাজার টাকার চেক দেয়া হয়েছে। এর মধ্যে একজন উপকারভোগীকে ১৮ হাজার টাকা এবং বাকিদের ১১ হাজার টাকা করে যাকাতের চেক বিতরণ করা হয়।
এর আগে ১১ জন দুস্থ যাকাতের টাকার জন্য উপজেলা পরিষদে আবেদন করেন। এরমধ্যে ১০ জনকে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিল থেকে আজ এ চেক সহায়তা করা হয় বলে জানান তিনি।