নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের তালতলা গ্রামের মারকাজুল কুরআন মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবুল কালাম (৩০) নামে মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) বিকেলে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক আবুল কালাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আফসারখিল গ্রামের হাছেন গাজী বেপারী বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধামালিয়া গ্রামে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মারকাজুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্রদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে শিক্ষক আবুল কালাম বলৎকার করতেন। গত শনিবার এক ভুক্তভোগী বাড়িতে গিয়ে মাদরাসায় আসতে না চাওয়ার কারণ জানতে চাইলে বলাৎকারের বিষয়টি বের হয়ে আসে।
ভুক্তভোগী ছাত্র বলেন, রাত তিনটার দিকে শিক্ষক আবুল কালাম তাকে শয়ন কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে।এ ঘটনা জানাজানি হওয়ার পর রবিবার (২ জুন) এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক আবুল কালামকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।