নিজস্ব প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একেএম সালাহউদ্দিন টিপু। তিনি ‘কাপ পিরিচ’ প্রতিকে ৭৯ হাজার ৭০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মাদ রহমত উল্লাহ বিপ্লব ‘আনারস’ প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৯৭ ভোট।
বুধবার (২৯ মে) রাতে সদর উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।এছাড়াও প্রাপ্ত ফলাফল সূত্রে জানা যায়, এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইউসুফ পাটোয়ারী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন লিকা নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলায় ৬ লক্ষ ১৯ হাজার ৬৪৫ জন নারী ও পুরুষ ভোটার রয়েছে। এর মধ্যে ৮৪ হাজার ৫৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্য বৈধ ভোটের সংখ্যা ৮১ হাজার ৬২৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৯২০। যা প্রদত্ত ভোটের শতকরা হার ১৩. ৭৪ শতাংশ।
এর আগে দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ অবাধ সুষ্ঠু ও সকলের নিকট গ্রহণযোগ্য করতে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ২৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি ও র্যাব সদস্য স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন