বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের হামলা। এ ঘটনা রোববার (৫মে) হারুনুর রশিদ বাদী হয়ে এজাহর নামিয়ে পাঁচজনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে মামলা করে।
উক্ত ঘটনায় গ্রেপ্তার জহিরুল ইসলামকে শনিবার (১১মে) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের নজির আহাম্মদের ছেলে।
জানাযায়, গত রোববার চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুরের ইয়াছিন পাটোয়ারী বাড়ির মসজিদের উত্তরে আফজাল রোডের পূর্ব পাশে জোরপূর্বক জমি দখলে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন হারুনুর রশিদ।
মামলার সুত্রে জানাযায়, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত ১৭৮নং পশ্চিম লতিফপুর মৌজার ২৬ শতক জমি হারুনুর রশিদ গংরা দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। ওই জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করতে আসে মো. ইব্রাহিম খলিল (৩৯), মো. ইসমাইল হোসেন (৪৮), মো. নুরুল ইসলাম (৫২), মুরুল আমিন (৫৫), আহাম্মদ আলী (৪১), অজ্ঞাতনামা ৮/১০ জন।
তাদেরকে বাধা দিতে গেলে হারুনুর রশিদের ওপর হামলা করে। এতে হারুনুর রশিদ গুরুতর আহত হন। হারুনুর রশিদের শোর চিৎকারে বর্ণিত মামলার স্বাক্ষীরা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হারুনুর রশিদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
হারুনুর রশিদ জানান, উক্ত বিষয় আমি কোন প্রকার আইনের আশ্রয় নিলে এবং থানা পুলিশের কাছে গেলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় মামলায় বর্ণিত বিরোধীরা।