নিজস্ব প্রতিনিধি :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় চলছে ভোট গ্রহণ। বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কোন কেন্দ্রেই তেমন কোন ভোটার আসেনি।
তবে বেলা ১০টার পর বৃষ্টি থামায় ভোটারা কেন্দ্রে আসতে শুরু করেছে। এতে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি দেখা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রামগতি ও কমলনগর উপজেলায় ১৪৩ টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৮৪ হাজার ৯৭২ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৬০ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৮২ হাজার ৯১২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।
এদিকে এই ২ টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এরমধ্যে কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।
রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
এদিকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও সকলের নিকট গ্রহণযোগ্য করতে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়ন করা হয়েছেন। এছাড়া যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স নিয়োজিত রয়েছেন।