নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ নেতা সজীব হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১.০০ ঘটিকায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান এর উদ্যোগে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের।
এম. মাসুদুর রহমান স্বাগত বক্তব্যে নিহত ছাত্রলীগ নেতা সজীবের স্মৃতিচারণ করার পাশাপাশি হত্যা কান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।
তবে তিনি এই মামলার অগ্রগতি নিয়ে প্রশাসনের প্রতি আস্থা রেখেছেন বলে মন্তব্য করেন। পাশাপাশি যারা দলীয় পদে থেকেও আসামি তালিকায় আছে তাদের কে যেন দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এই দাবি রাখেন উপস্থিত নেতৃবৃন্দের প্রতি। এসময় নিহত এম সজীবের মা বুলি বেগম ও বোন শাহিদা আক্তার শিল্পী উপস্থিত ছিলেন। তারাও কান্নাজড়িত কন্ঠে হত্যা কান্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে এম সজীব হত্যা ও পরবর্তী পদক্ষেপ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ এর সিনিয়র সহ – সভাপতি এম ছাবির আহমেদ,
এসময় তিনি বলেন, এম সজীব আমাদের খুব স্নেহভাজন ছিলো। তরুণ হলেও যথেষ্ট দক্ষ ও সাংগঠনিক ছিলো, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে নির্মম হত্যা কান্ডের স্বীকার হয়েছে, আমরা এই হত্যার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মাঠে আছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ও গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও লক্ষ্মীপুর সদর -০৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মিয়া গোলাম ফারুক পিংকু সব কিছু অবহিত আছেন, আমরা ওনার নির্দেশ মতো কাজ করছি।
পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন মামলা ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে থানা পুলিশ কাজ করছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই হত্যার রহস্য জানতে পারবো কারা কিভাবে যুক্ত ছিলো।
তিনি আরও বলেন ইতিমধ্যে আমরা অভিযুক্তদের বিষয়ে আলোচনা করেছি তাদেরকে যেন দলীয় সকল কার্যক্রম ও পদ হতে অব্যাহতি দেওয়া হয় সে বিষয়ে প্রস্তাবনা ঢাকায়ও পাঠানো হবে।
সজীবের সাথে হামলায় আহত হয়ে আরও যারা চিকিৎসাধীন আছে তাদের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ হোসেন জয়, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শাহ পরান শাকিলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল (শুক্রবার) রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের যৌদের পুকুরপাড় এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা এম. সজীব, সাইফুল পাটওয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয় আহত হয়।
গত (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যায়।
(১৫ এপ্রিল) রাতে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু কে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এতে আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একই দিন চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জেলা কারাগারে রয়েছে।
নিহত সজীব চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।