1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
লক্ষ্মীপুরে স্কুল শিক্ষককে রাজকীয় বিদায়ী সংবর্ধনা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা | দৈনিক সময়ের নুর ডট কম মাউশি যা জানাল শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে জমি বিরোধে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন | দৈনিক সময়ের নুর ডট কম শ্বশুরবাড়িতে মিললো গৃহবধূর মরদেহ, পায়ে লেখা চারজনের নাম | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেতুর ওপরে সাঁকো জোড়া দিয়ে চলছে ৭ গ্রামের মানুষ | দৈনিক সময়ের নুর ডট কম তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন | দৈনিক সময়ের নুর ডট কম তারেক জিয়াকে কটুক্তি, লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরে মধ্য রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, স্বামীর অবস্থা সংকটাপন্ন | সময়ের নুর নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জোৎসনা আক্তার (৩০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় কুপিয়ে আহত করা হয় স্বামী আলা উদ্দিনকে (৩৬)। তাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রোববার (১৪ এপ্রিল) দিবাগত-রাত দুইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ও আহত স্বামী-স্ত্রী দুজনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রযেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত আলাউদ্দিন একই বাড়ির মৃত শাহে আলমের ছেলে। তিনি পেশায় একজন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী।

অভিযুক্তরা হলেন, একই এলাকার পার্শ্ববর্তী বকুলের বাপের বাড়ির আবদুর রব এর ছেলে সিরাজ, মাহফুজ ও নিজাম। তারা সম্পর্কে আলাউদ্দিনের খালাতো ভাই।

আহত আলাউদ্দিনের মামা নুরুল হক ও স্বজনরা জানান, রমজান মাসে আলা উদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিং এর মাধ্যমে মাটি উত্তোলন করে নেয় অভিযুক্ত সিরাজ।

এরপর গেল সপ্তাহে ওই পুকুরে আবারও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্প বসায় সিরাজ। এতে বাড়িঘর পুকুরে ভেঙে যাওয়ার আশঙ্কায় বাধা দিলে আলাউদ্দিনের সাথে সিরাজের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয় সিরাজ।

এরই মধ্যে ঈদ উপলক্ষে ঢাকা থেকে আসেন সিরাজের ভাই পারভেজ ও নিজাম।

ওই বিরোধের জের ধরে রাত দুইটার দিকে আলাউদ্দিনের বসতঘর হামলা চালায় সিরাজ, মাহফুজ ও নিজামসহ ১৫ জনের একটি সংঙ্গবদ্ধ দল। এসময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী জোৎসনা বেগম কে গুরুত্বর আহত করে তারা।

পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জোৎসনা বেগমকে মৃত ঘোষণা করেন। এসময় আলা উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার অফিসার ড: একে আজাদ জানান, হাসপাতালে আনার আগেই জোৎসা বেগমের মৃত্যু হয়।

তবে স্বামী আলা উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমও আঘাতের চিহ্ন রযেছে

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews