নিজস্ব প্রতিনিধি :
ঈদে ঘুরতে এসে আটকে পড়া ৮০ জন পর্যটককে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জেগে উঠা আব্দুল্লাহ চরে থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ মাধ্যমে ফোন পেয়ে ৩ টি ট্রলার নিয়ে আটকে পড়া এসব পর্যটকদের উদ্ধার অভিযান চালায় নৌ-পুলিশ।
রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার বিকেলে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা মেঘনা নদীর ওপাড়ে আব্দুল্লাহ চরে ঘুরতে যান। রামগতি উপজেলার মূল ভূখণ্ড থেকে এ দ্বীপের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটারের বেশি। নদীর স্রোতের কারণে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মধ্যে অনেকেই আটকা পড়েন।
সে সময় তাঁদের মধ্য থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন। ৯৯৯ থেকে আমাদের বিষয়টি জানানো হয়। আমরা জরুরি ভিত্তিতে স্পিডবোট, ট্রলার এবং বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আটকে পড়া ৮০ জনকে উদ্ধার করি। পরে রাত সাড়ে ৮ টার দিকে নিরাপদে বাড়িতে পৌঁছার ব্যবস্থা করা হয়।
নৌ-পুলিশের এ অফিসার আরও জানান, গেলো বছর চরে আটকে পড়ে নারী পর্যটক ধর্ষণের শিকার হয়েছে। তাই ভ্রমণে নিজেদের সতর্ক হতে আহবান জানান তিনি।