নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের সদর উপজেলার উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে নিয়মিত নামাজ পড়াই সাত শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের আজিজিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে সাইকেলগুলো উপহার দেওয়া হয়। সন্ধ্যায় মসজিদ কমিটির সদস্য নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুরস্কৃতরা হল আরিয়ান ইসলাম (৯), আবদুর রহমান (১০), সাখাওয়াত হোসেন সৈকত (১১), বায়েজিদ (১৩), জাহদুল ইসলাম (১৪), মিরাজ হোসেন (১৫) ও নাহিদ হাসান (১৬)।
পুরস্কার পেয়ে শিশু-কিশোররা জানায়, নামাজের চেয়ে তারা খেলাধুলায় বেশি ব্যস্ত থাকতাম। এখন তারা নিয়মিত নামাজ পড়ছে। খেলাধুলাও তাদের চলমান রয়েছে। পড়ালেখাতেও কোন সমস্যা হচ্ছে না। একই সঙ্গে নিয়মিত নামাজ পড়ায় মসজিদ কমিটি থেকে তাদেরকে সাইকেল উপহার দিয়েছে। এখন তারা সাইকেলে চড়ে বিভিন্ন স্থানে ঘুরতে যেতে পারবে। বিদ্যালয়ে যেতেও সুবিধা হবে।
মসজিদ কমিটির সদস্য নুর মোহাম্মদ জানান, অপরাধ থেকে দূরে রাখতে শিশু-কিশোরদেরকে উদ্বুদ্ধ করা হয়। তাদেরকে নিয়মিত নামাজ পড়ার আহবান জানানো হয়। নিয়মিত নামাজ পড়লে সাইকেল পুরস্কার দেওয়া হবে বলে তাদেরকে জানানো হয়। সেই আহবানে তারা সাড়া দিয়েছে। তারা মসজিদে এসে নিয়মিত নামাজ পড়ছে। পূর্ব নির্ধারিত ওয়াদা থেকেই তাদেরকে উপহার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়েছে।
মসজিদের মুসল্লি ও যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আ ক ম ইব্রাহিব বলেন, আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতে নামাজ হচ্ছে সর্বোচ্চ পন্থা। আমাদের বর্তমান প্রজন্মকে মসজিদ মুখী করতে হবে। সবাই নামাজী হলে অপরাধ প্রবণতা কমে যাবে। এর মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি রাষ্ট্রীয় আইন-কানুন নিয়ে তারা মৌলিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে।
স্থানীয় বাসিন্দা প্রফেসর ডা. ম. ইসহাক ভূঁইয়া বলেন, পেশাগত কাজে এলাকায় সময় দিতে পারি না। তবে শিশু-কিশোরদেরকে নামাজ পড়ায় পুরস্কৃত করার বিষয়টি প্রশংসনীয়। এসব আয়োজন শিশুদেরকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করবে।