নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের মান্দারীতে বি কে বি ক্লাবের ৮ ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেড় শতাদিক দুস্থ ও অসহায়ের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ (সোমবার) ০১ লা এপ্রিল -২০২৪ সকাল ১১.০০ ঘটিকার সময় বি কে বি ক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইসমাইল খাঁন সুজন এর সঞ্চালনায় ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান জনাব হাফিজ উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারী বাজার বনিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ আবুল বাসার বসু কোম্পানি, মান্দারী বাজার অগ্রনী ব্যাংক শাখার ব্যবস্থাপক জনাব আবুল কালাম আজাদ, ভবানীগন্জ ফাজিল মাদরাসা প্রভাষক সাহাদাত সুজন, গোফরান স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ ইসমত দ্দোহা, জাকির পাটোয়ারী প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত সকলেই বি কে বি ক্লাব ও এর অংগ সংগঠন গুলোর কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।
বিশেষ করে করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অক্সিজেন ও খাদ্য সরবরাহ, বি কে বি ব্লাড ব্যাংক এর মাধ্যমে মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহ ছিলো বিশাল এক মানবিক ও সামাজিক কাজ।
তাছাড়া নিয়মিত ভাবেই শীত বস্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, গাছ লাগানো কর্মসূচি চলমান থাকে। এর পাশাপাশি আছে বি কে বি পাঠাগারের বই পড়া ও সংস্কৃতিক কার্যক্রম, বি কে বি যুব ফাউন্ডেশনের উদ্যোগে বেকার যুবক -যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও ঋণ সহায়তা কর্মসূচি ও চলমান আছে।
পারিবারিক আর্থিক সহায়তার পাশাপাশি নিজের ব্যবসায়ীক অর্থ দিয়ে এই সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করেন ইসমাইল খাঁন সুজন।