মো:ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি) :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারে প্রায় ছয় শতাধিক হত-দরিদ্র মানুষকে ইফতার করানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও ফাউন্ডেশনের সহ-সভাপতি এম ছাবির আহাম্মেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, সংগঠনটির সদস্য মাসুদ করিম শিফন, তোফাজ্জল হোসেন সবুজ, এডভোকেট মহসিন, মো: আরমান, মিজান মল্লিক, আলমগীর হোসেন, রাকিবুল ইসলাম, মো : মাহতাব, মো: ইব্রাহিম খলিল রাজু প্রমূখ।
গত এক বছর ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, স্থানীয় পর্যায়ে শিক্ষা – সংস্কৃতি ও অসহায় দুস্থ মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।
স্থানীয় জনসাধারণ, সংগঠনের সদস্য ও প্রবাসীদের দেওয়া আর্থিক সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করা হয়।
ইফতারের আগ মুহূর্তে সংগঠনের সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতা ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।