নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রিয়াজুল হাসানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রিয়াজুল হাসান চর রুহিতা গ্রামের ৫নং ওয়ার্ডের আলী আহম্মদ মুন্সি বাড়ির মৃত সামছু ইসলামের পুত্র। ভিডিও ক্লিপে দেখা যায় রিয়াজুল হাসান বসে ইয়াবা সেবন করছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, রিয়াজুল হাসান স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পাওয়ার পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার করছে। বিভিন্ন পক্ষ নিয়ে জায়গা-জমি দখলসহ জুয়া ও মাদকের নিয়ন্ত্রণ করার খবর শুনা যাচ্ছে।
সম্প্রতি ইউপি চেয়ারম্যানের নির্দেশে মাদক ও জুয়ার নিয়ন্ত্রণে কয়েকজন গ্রাম পুলিশ কয়েকটি জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ভাংচুর করে। এতে রিয়াজুল হাসান ফোন দিয়ে ক্ষিপ্ত হন।
এব্যাপারে চর রুহিতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রিয়াজুল হাসান জানান, আমি মাদকের সাথে সম্পৃক্ত না, এলাকায় মাদক ও জুয়া বন্ধের ব্যাপারে আমি দীর্ঘদিন যাবত প্রতিবাদ করে আসছি। এক শ্রেণীর লোক আমার মান সম্মান ক্ষুর্ণ করার জন্য এডিট করে আমার ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিব।
সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহম্মদ রূপম জানান, এখনো আমার চোখে কোন কিছু পড়ে নাই। এছাড়াও ঘটনা সত্য প্রমাণিত হলে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।