নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় অতিষ্ঠ বাজারের ব্যবসায়ীরা। তাই চুরির ঘটনা থেকে রেহায় পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চৌরাস্তা পূর্ব বাজার এলাকায় তেওয়ারীগঞ্জ শান্তির হাট সড়কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা একটি গোষ্ঠীর কাছে জিম্মি। দিনের বেলা চাঁদা দাবি করে, চাঁদা না দিলে ওই গোষ্ঠী রাতের বেলা দোকানের তালা ভেঙে ও বেড়া কেটে চুরির ঘটনা ঘটাচ্ছে। এসময় দোকানে থাকা নগদ অর্থ নেওয়ার পাশাপাশি সকল মালামাল তছনছ করে দিয়ে যায়। এমনকি যাওয়া সময় সিসিটিভির ফুটেজ বিনষ্ট করে মনিটরটিও নিয়েও যায়।
বাজার পরিচালনা কমিটি থাকা সত্বেও এসব বিষয়ে একেবারে চুপচাপ তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, ঘরের লোকজন যদি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে কি চোর ধরা সম্ভব? কেউ আবার বলেন বাজার পরিচালনা কমিটির নিকটতম আত্মীয় অনেক বার চুরি ঘটনার সঙ্গে জড়িত থাকা সত্বেও তার সঠিক বিচার হয়নি।
্গতরাতে দুই ব্যবসা-প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে এখন পর্যন্ত মার্চেন্ট কমিটির বিন্দুমাত্র তৎপরতা চোখে পড়েনি। তবে চাঁদাবাজ ও চোরদের নাম প্রকাশ করার সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা।
এদিকে আল-আমীন ষ্টোর এন্ড আড়ৎ ও মসলা ঘরের স্বত্বাধিকারী এস.এম রুবেল হোসেন ক্ষোভ-প্রকাশ করে বলেন, সম্প্রতি তার কাছে কয়েকবার চাঁদা দাবি করেছেন স্থানীয় কয়েক পাতি নেতা। চাঁদা না দেওয়ায় তাকে হুমকিও দেওয়া হয়েছে। এরপর গতকাল রাতে তার দোকানের পিছনের বেড়া কেটে নগদ অর্থ লুটে নেয় চোর চক্র। তছনছ করা হয় দোকানের সকল মালামাল। নিয়ে যাওয়া হয় সিসিটিভির মনিটর। সকাল থেকে অসংখ্যবার মোবাইল করার পরও বাজার পরিচালনা কমিটির কাউকে তার এ বিপদে পাশে পাননি।
তবে চুরি ঘটনা শুনার সঙ্গে-সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
একই রাতে বাজার থেকে একটু অদূরে আওয়ামী লীগ নেতা আব্দুল খালেদ বাদল সুপার মার্কেটের আরিফের অটোরিকশা গ্যারেজ থেকে একাধিক ব্যাটারি চুরি করে নেওয়া হয়। যাওয়ার সময় তার দোকানের সিসিটিভি নষ্ট করে যায় চোর চক্র।
ক্ষতিগ্রস্ত গ্যারেজ ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, প্রায় ৩ লাখ টাকার ব্যাটারি লুটে নিয়েছে চোর চক্র। এসব ব্যাটারি বিভিন্ন অটোরিকশা মালিকদের। এখন তিনি দিশেহারা। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবো।
সদর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেদ বাদল বলেন, ইতিমধ্যে চুরির ঘটনা বেড়ে গেছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আশাকরি পুলিশ সঠিকভাবে তদন্ত করে চোর চক্রদের আইনের আওতায় আনবে।
জানতে চাইলে ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোক্তার হোসেন বিপ্লবকে একাধিকবার মোবাইল করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।