মো : ইসমত দ্দোহা :
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে ফিতা কেটে প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন, সংসদ সদস্য আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক নেতৃবৃন্দ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি, চন্দ্রগঞ্জ বণিক সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য পিংকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাবু মনীন্দ্র কুমার নাথ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মেদ, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগ আহবায়ক সহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ, জাতীয় শ্রমিক লীগ চন্দ্রগঞ্জ থানার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দ্রগঞ্জ রিক্সা শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক দুলাল হোসেন প্রমুখ।
এসময় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে সংবর্ধিত প্রধান অতিথি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু চন্দ্রগঞ্জে উপজেলা বাস্তবায়নসহ প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।