মোঃ ইসমত দ্দোহা :
“ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত” ঋতুরাজ বসন্তের আগমন ও ভালোবাসা দিবস সবার মনকে রাঙ্গিয়ে দেয়। সবার মনে ভালোবাসার রেশ তৈরী করে। রাজনীতিবিদ, পেশাজীবি, ছাত্র-শিক্ষক, প্রেমিক-প্রেমিকা, পরিবারের সদস্য সবাই সবাইকে বিশেষ এই দিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
তবে ব্যতিক্রমও দেখায় যায় মাঝেমধ্যে। রাজনীতিবিদরাও সাধারণ পেশাজীবিদের সাথে এ বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় করেন। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বাবলু তার থানা এলাকার পেশাজীবি মানুষের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সচরাচর আমরা এমনটা দেখি না। রাজনীতিবিদরা আশা করেন সাধারণ জনগণই সবসময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কিন্তু উদীয়মান এই তরুন রাজনীতিবিদ মানুষের সাথে নিজের মতো করে ভালোবাসা দিবস উদযাপন করেন। যা দেখে স্থানীয় বাজারের ব্যবসায়ীবৃন্দ, তার রাজনৈতিক সহকর্মীবৃন্দ সবাই খুশী।
মিডিয়ার সাথে আলাপকালে, উদীয়মান এই রাজনীতিবিদ বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, সুখে-দুখে মানুষের পাশে থাকতে চাই। আজ ফহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। সাধারণ এই মানুষ গুলোর সাথে আমরা মিশি না। জানতে চাইনা ওদের মানের আকুতি কি? সামান্য একটা ফুল দিয়েও মানুষের ভালোবাসা আদায় করা যায়। আমি শুধু একটা ফুল দিয়েই ওদের মনের আকুতি বুঝতে পেরেছি। একটা গোলাপ পেয়ে একটা মানুষ কতটা খুশি হতে পারে তা আমি আজকে উপলদ্ধি করেছি।
আমি সুস্থধারার রাজনীতিতে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে
বিশ্বাসী, শেখ হাসিনার নেতৃত্বে অবিচল একজন কর্মী। সব সময় মানুষের পাশে থাকতে চাই।