মোঃ ইসমত দ্দোহা :
চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত টু নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল ৩ ফেব্রুয়ারি শনিবার রাত ৯টায় সম্পন্ন হয়েছে। এতে রাজিব কর্মকার একাদশ চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে। রানারআপ হয় সালাহউদ্দিন জুয়েল একাদশ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, বিশিষ্ট চিকিৎসক ডা. শহিদুল্লাহ স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরআগে শুক্রবার রাতে দুইদিন ব্যাপি আয়োজিত উক্ত টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু মহোদয়।
খেলা পরিচালনা করেন, প্রতাপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ বাবলু ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
এসময় বণিক সমিতির সহ-সভাপতি গৌতম মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।