বিশেষ প্রতিবেদক :
প্রতিদিন কতো খবর আসে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে!!
ফুটপাতে বসে পএিকা পড়া বয়স্ক জামাল উদ্দিন (ছদ্মনাম) । হয়তো নিজের জীবনের অপ্রকাশিত সংবাদগুলোর অগোচরে পত্রিকায় প্রকাশিত বর্ণমালায় নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে চলছে।
বুধবার (৩১ জানুয়ারী ) দুপুরের সময় লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহানী এলাকায় ময়লার ট্রাকের পাশে বসে আপন মনে পএিকা পড়ছেন এই বৃদ্ধ । অনেক সময় ধরে দেখলাম তিনি পএিকা পড়ছে, আশেপাশের কয়েকজন ড্রাইভার ও চা দোকানদারের কাছে জানতে চাইলাম তাঁর পরিচয় কিন্তু কেউ বলতে পারেনি।
তবে দেখে মনে হচ্ছিল কোন এক সময় সবকিছুই ছিলো, আজ নিঃসঙ্গতা ভর করেছে তার জীবনে। জ্ঞান আহরণ করার তীব্র নেশা থাকলেও হয়তো কোন প্রতিকূলতার কারণে সময় করতে পারেনি, এখন হাতে অনেক সময় আছে।
আমরা আমাদের জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করি শুধু নিজেদের সুখ শান্তি আর টাকা উপার্জনের পিছনে। কর্ম জীবনের পরেও যে নিজের একটা ব্যক্তি জীবন আছে, নিজের একান্ত কিছু ভালোলাগা থাকতে পারে সেই বিষয়টা আমরা খুব একটা উপলদ্ধি করিনা কিংবা করার চেষ্টাও করিনা।
আবর্জনার ট্রাকের পাশে বসে থাকা মানুষটা কতটা অসহায়, কতটা মর্মাহত, কতটা আক্ষেপ নিয়ে নিরবে পএিকা পড়ছে হয়তো আমরা তা কখনোই বুঝতে পারবোনা। বৃদ্ধলোক কথা বলতে নরাজ তাই তার জীবনের বিস্তারিত ইতিহাস জানা হয়নি।