আন্তর্জাতিক ডেস্ক :
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ৩ কোটিরও বেশি রুপি মূল্যের স্বর্ণ পাচারের চেষ্টাকালে প্রসেনজিৎ মণ্ডল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
রোববার (২১ জানুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আংরাইল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সময় প্রসেনজিৎয়ের কাছ থেকে স্বর্ণের দুইটি বার ও ৩০টি বিস্কুট জব্দ করা হয়।
উত্তর ২৪ পরগনা জেলার হালদার পাড়ায় প্রসেনজিৎয়ের গ্রামের বাড়ি। গ্রামটি ইছামতী নদীর তীরবর্তী ও সেখানে বিস্তৃত এলাকাজুড়ে ঘন বাঁশবাগান থাকায়, কোন কিছু পাচারের জন্য এই গ্রামটিকেই চোরাকারবারিরা বেছে নেয়।
বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বিকেল ৩টার দিকে তারা দেখতে পান, তিন ব্যক্তি ইছামতি নদী পার হয়ে বাংলাদেশ থেকে বন্য ঘাস নিয়ে ঘন বাঁশবাগানের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করছেন। চোখে পড়ার পর বিএসএফের সদস্যরা তাদের পিছু নেন।
একপর্যায়ে বিএসএফ জওয়ানরা প্রসেনজিৎকে আটকাতে সমর্থ হয় ও তল্লাশি চালিয়ে তার কোমরে কাপড়ের একটি বেল্ট খুঁজে পান। সেই বেল্ট থেকেই স্বর্ণের ২টি বড় বার ও ৩০টি বিস্কুট পাওয়া যায়।স্বর্ণের বার ও বিস্কুটগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৪ দশমিক ৮২৯ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার রুপি।প্রসেনজিৎ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামী ও জব্দ করা স্বর্ণ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের কলকাতা শাখায় পাঠানো হয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগস কর্মকর্তা ও ডিআইজি একে আর্য বলেন, চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের লোভে ফেলে এই ধরনের কাজ করে।
তিনি আরো বলেন, সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের বলবো, আপনারা এই ধরনের পাচারের কোনো তথ্য পেলেই আমাদের জানাবেন। তথ্য দেওয়া ব্যক্তির নাম-পরিচয় আমরা গোপন রাখবো।