ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় নিশাত (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রোববার (২১জানুয়ারী) বিকেলে ফেনী শহরের দাউদপুল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশাত সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।সে ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার তানজীমুল উম্মাহ মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
দীর্ঘদিন নিশাতের পরিবার জেলা শহরের লাতুমিয়া সড়কের একটি বাসায় ভাড়া থাকতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিল নিশাত।
এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা নিশাতকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঐ মাদরাসাছাত্রের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।