নিজস্ব প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় কৃষিজমি থেকে মাটি বিক্রি করার অভিযোগে জাকের হোসেন বাবলু নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে সিন্দুরপুর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।অভিযুক্ত বাবলু উপজেলার ওই ইউনিয়নের দিলপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে মেহরাজ শারবীন গণমাধ্যমকর্মীদের বলেন, বাবলু অবৈধ ভাবে কৃষিজমি থেকে মাটি বিক্রি করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকের হোসেন বাবলুকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। কৃষিজমি থেকে মাটি বিক্রি করা অবৈধ। এতে কৃষি জমির ক্ষতি হয়। জাকের হোসেনকে জরিমানার পাশাপাশি সর্তক করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কৃষিজমির মাটি কাটা বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।