মোঃ ইসমত দ্দোহা :
সুলভ মূল্যে উন্নত সেবার দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে শুভ উদ্বোধন হলো “নিউ ইবনে সিনা মেডিকেল সেন্টার “। কয়েকজন তরুণ উদ্যোক্তা স্থানীয় জনসাধারণের চাহিদা ও উন্নত সেবার মান নিয়ে চালু করেছে এই মেডিকেল সেন্টার।
নিয়মিত ডাক্তারের উপস্থিতি, নির্ভুল রিপোর্ট দেওয়াসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে, আনা হয়েছে উন্নত পর্যায়ের মেশিনারী। রয়েছে পর্যাপ্ত পরিমাণ জনবল ও নার্স ।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারী) বাদ আসর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় দোয়া ও মিলাদের মাধ্যমে। মান্দারী বাজার জামে মসজিদের পেশ ইমাম দোয়া কার্যক্রম পরিচালনা করেন, এসময় স্হানীয় জনসাধারণ, বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মেডিকেল সেন্টারের প্রস্তুতি দেখে উপস্থিত সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।
এ প্রসঙ্গে মান্দারী বাজার বণিক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল খাঁন সুজন বলেন, আমাদের বাজারে ছয়টা মেডিকেল সেন্টার আছে যারা স্থানীয় জনগণেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, সদর উপজেলার ঠিক মধ্যখানে আমাদের এই বাজার হওয়াতে সব এলাকার জনগণই ট্রানজিট হিসেবে এই বাজার ব্যবহার করে বিধায় চিকিৎসা সেবার জন্য আরও মেডিকেল সেবা প্রয়োজন ছিলো। আমি আশাকরি জনগণের চাহিদা মোতাবেক উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাবে ”নিউ ইবনে সিনা মেডিকেল সেন্টার”।
নিউ ইবনে সিনা মেডিকেল সেন্টারের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক মো: জাহিদুর রহিম বলেন, জনগণের চাহিদার কারণে আমরা কয়েকজন উদ্যোক্তা এই মেডিকেল সেন্টার চালু করেছি, যদিও আমাদের মান্দারী বাজারে আরও কয়েকটা মেডিকেল সেন্টার বিদ্যমান আছে। আমাদের এই এলাকায় ও বাজারে চিকিৎসা প্রত্যাশী গ্রাহকদের সুলভমূল্যে আরও উন্নত ও নির্ভুলভাবে সেবা দেওয়ার প্রত্যাশা থাকবে আমাদের।
ইতিমধ্যে প্রয়োজনীয় মেশেনারী ও মেডিকেল যন্ত্রপাতি আমরা এনেছি, আমরা আশাকরি সেবা প্রত্যাশীরা মাইজদী, চট্রগ্রাম ও ঢাকায় যে সেবা পায় আমাদের এখানেও সেই চিকিৎসা সেবা পাবে। এতে করে চিকিৎসা সেবা গ্রহিতাদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আমি মনে করি। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করি।